বঙ্গপোসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় বুলবুল আগামী ৯ নভেম্বর সন্ধ্যা অথবা রাত্রে উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। এ জন্য সকল মাছ ও চিংড়ি চাষীদেরকে জানানো যাচ্ছে যে, আপনার নিজ নিজ মাছ ও চিংড়ি ঘেরের ক্ষতিগ্রস্ত পাড়/বাধ মেরামত করুন। বাধ/পাড় নিচু হলে উচু করুন অথবা পাড়ের উপর দিয়ে নেট দিয়ে ঘিরে রাখুন। পাড়ে নেট স্থাপনের সময় কমপক্ষে ৬ইঞ্চি মাটিতে পুতে দিন এবং মাঝে মাঝে খুটি দিন। প্রয়োজনে ঘেরের অতিরিক্ত পানি বের করে দিন। বৃষ্টির পরে ঘেরে চুন প্রয়োগ করুন এবং চুন প্রয়োগের ১ দিন পরে রৌদ্রজ্জ্বল দিনে সার প্রয়োগ করুন। প্রয়োজনে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, মোল্লাহাট, বাগেরহাট হতে পরামর্শ গ্রহন করুন। দুর্যোগ সম্পর্কিত যে কোন তথ্যের জন্য টোল ফ্রি ১০৯০ কল করে আগাম বার্তা জেনে নিন। সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের নিয়ন্ত্র্রন কক্ষের নম্বর ০৪৬৫৫-৫৬০২১ (টেলিফোন), ০১৭১৫৮২১৮১৩। আপনার ঘেরের ক্ষয়ক্ষতির তথ্য সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, মোল্লাহাট, বাগেরহাট-কে অবহিত করুন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস