নিরাপদ ও গুনগতমানসম্পন্ন মাছ ও চিংড়ি উৎপাদনের জন্য মৎস্য খামার রেজিস্ট্রেশন করা প্রযোজন। বিশ্ববাজারে নিবন্ধিত খামার (Registered ) থেকে উৎস সনাক্তকরণ প্রক্রিয়া (Traceiability) অনুসরণ করে মাছ/চিংড়ি রপ্তানী করা হয়ে থাকে। এজন্য আপনার মৎস্খায মারের রেজিস্ট্রেশন গ্রহন করুন। মৎস্য খামার রেজিস্ট্রেশনের জন্য আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় দলিলাদি
ক) জমির মালিকানা দলিল/চুক্তিপত্র ও পর্চা
খ) হালসনের ট্রেডলাইসেন্স
গ) জাতীয় পরিচয়পত্র
ঘ) নাগরিকত্ব সনদ
ঙ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়নপত্র
চ) সংশ্লিষ্ট খামারের মৌজা ম্যাপ (ম্যাপে ঘেরের চৌহদ্দি নির্নয় করে দিতে হবে)
ছ) ছবি- পাসপোর্ট সাইজের ২ কপি
জ) অসম্পূর্ন আবেদনপত্র গ্রহন করা হবে না।
রেজিস্ট্রেশন সময়কাল- আবেদনপত্র দাখিলের সময় হতে ০১ (এক) মাস ( সভাপতির স্বাক্ষর প্রাপ্তি সাপেক্ষে)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস