Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আধুনিক চিংড়ি চাষের সহায়িকা " চিংড়ি চাষ ব্যবস্থাপনা" বই প্রকাশ করা হয়েছে।
বিস্তারিত

রাজ কুমার বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, মোল্লাহাট, বাগেরহাট কর্তৃক আধুনিক চিংড়ি চাষের সহায়িকা " চিংড়ি চাষ ব্যবস্থাপনা" বই প্রকাশ করা হয়েছে। অফিসে আগত সেবা গ্রহিতা মৎস্য চাষিগনকে বিনামূল্যে বইটি প্রদান করা হবে।  চিংড়ি কোভিড-১৯ মোকাবেলায় চিংড়ি চাষ ব্যবস্থাপনা বিষয়ে লিফলেটও প্রদান করা হবে। বই ও লিফলেট মৎস্য চাষিদের আধুনিক পদ্ধতিতে  মাছ ও চিংড়ি চাষে সহায়ক হবে। এছাড়া বইটিতে চিংড়ি সম্পদ উন্নয়ন সর্ম্পকিত কিছু নির্দেশনাও অনুসরনের জন্য অনুরোধ করা হয়েছে। বইটি প্রকাশনায় সহযোগিতা করেছে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং জাইকা, মোল্লাহাট, বাগেরহাট।

প্রকাশের তারিখ
27/12/2020