উল্লেখিত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, আপনার নামে ইস্যুকৃত চিংড়ি ডিপো/বরফ কলের লাইসেন্স-এর মেয়াদ আগামী ৩১/১২/২০২০ইং তারিখ শেষ হবে। এমতাবস্থায় ২০২১ইং সালের জন্য আপনার চিংড়ি ডিপো/বরফ কলের লাইসেন্স নবায়নের জন্য মৎস্য ও মৎস্য পন্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রন) সংশোধিত বিধিমালা ২০০৮ অনুযায়ী নবায়ন ফি আগামী ৩০/১১/২০২০ তারিখের মধ্যে জমা প্রদান করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য ৩০/১১/২০২০ইং তারিখের মধ্যে লাইসেন্স নবায়ন করতে ব্যর্থ হলে মূল লাইসেন্স ফি-এর ৫০% টাকা বিলম্ব ফি হিসাবে অতিরিক্ত জমা প্রদান করতে হবে। অন্যথায় আপনার চিংড়ি ডিপো/বরফ কলের বিরুদ্ধে উল্লেখিত বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি অতীব জরুরী।
|
( রাজ কুমার বিশ্বাস )
সিনিয়ির উপজেলা মৎস্য অফিসার
মোল্লাহাট, বাগেরহাট।
০৪৬৫-৫৫৬০২১(অ)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস