বাগদা চিংড়ি রেণু মজুদ করার সময় বিবেচ্য বিষয়গুলো-
ক) ঘেরের পানির লবনাক্ততা পরীক্ষা করুন।
খ) ঘের থেকে রাক্ষুসে মাছ অপসারণ করুন
গ) একই দিনে পিএল মজুদ করুন। প্রতি গোনে পিএল মজুদ পরিহার করুন।
ঘ) পলিব্যাগের পানির লবনাক্ততা পরীক্ষা করুন
ঙ) বাগদা রেণু সরাসরি ঘেরে মজুদ করবেন না
চ) বাগদা রেণু ১৫-২১ দিন নার্সিং করে ঘেরে মজুদ করুন।
১) নার্সিং করার আগে রেণুকে অনমোস্যালাইন দিয়ে আপনার ঘেরের পানির সাথে খাপ খাইয়ে নিন। প্রতি লিটার পানিতে ২ গ্রাম অসমোস্যালাইন গুলে নিন।
২) প্রত্যহ হাজার প্রতি রেনুর জন্য ১০-১৫ ্ গ্রাম নাসিং খাদ্য ৪ বার ভাগ করে দিন।
৩) প্রত্যহ ভোররাতে প্রতি হাজার রেনুর জন্য ১টি অক্সিজেন ট্যাবলেট দিন
৪) নার্সিং পয়েন্টে শুকনা কঞ্চির আটি পানির নিচে দিন। কাচা পাতা/ডালপালা দেওয়া যাবে না।
৫) মাঝে মাঝে রেনুর বাঁচার হার ও বৃদ্ধির হার পরীক্ষা করুন
৬) প্রয়োজনে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, মোল্লাহাট, বাগেরহাট-এর পরামর্শ গ্রহন করুন ( সকাল ৯.০ হতে রাত ১০.০ টা)
৭) কাজের প্রতি নেশা সৃষ্টি করুন, তাহলে পেশায় উন্নতি হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস