মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ
সম্মানিত সুধি,
“মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” প্রতিপাদ্য বিষয় নিয়ে আসছে ১৭-২৩জুলাই, ২০১৯ জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে মোল্লাহাট উপজেলায় মৎস্য দপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচী গ্রহন করা হয়েছে। আগামী ১৮ জুলাই রোজ বৃহস্পতিবার বর্ণ্যাঢ্য র্যালী, উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত এবং উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন জনাব শাহিনুল আলম ছানা, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মোল্লাহাট, বাগেরহাট। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোঃ সেলিম মোল্লা, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মোল্লাহাট, বাগেরহাট, জনাব রুবিয়া বেগম ভাইস চেয়ারম্যান (মহিলা), উপজেলা পরিষদ, মোল্লাহাট, বাগেরহাট এবং কাজী গোলাম কবির, অফিসার ইন-চার্জ, মোল্লাহাট থানা, বাগেরহাট।। সভায় সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার, মোল্লাহাট, বাগেরহাট।
উক্ত অনুষ্ঠানে আপনার সবান্ধব উপস্থিতি কামনা করছি।
রাজ কুমার বিশ্বাস
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার
মোল্লাহাট, বাগেরহাট।
অনুষ্ঠানসূচী:
১০.০ ঘটিকায় র্যালী
১০.৩০ ঘটিকায় পোনা মাছ অবমুক্তকরণ
১০.৪৫ ঘটিকায় আলোচনা সভা
মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ
জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, মোল্লাহাট, বাগেরহাট-এর সম্ভাব্য কর্মসূচী
দিন ও তারিখ |
কার্যক্রম |
স্থান |
ইউনিয়নে কর্মরত লীফ |
|
১ম দিন বুধবার (১৭/০৭/১৯)
|
|
সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের অফিস কক্ষ, মোল্লাহাট, বাগেরহাট। |
ইউনিয়ন |
লীফের নাম ও মোবাইল নং |
উদয়পুর |
নিপ্পন বিশ্বাস ০১৭৩১৮২০০২৯ |
|||
২য় দিন বৃহস্পতিবার (১৮/০৭/১৯) |
|
উপজেলার প্রধান প্রধান সড়ক, উপজেলা পরিষদ হলরুম, মোল্লাহাট, বাগেরহাট। |
চুনখোলা |
মোঃ সাইতুর রহমান ০১৭১৮০৪৮৯৬১ |
৩য় দিন শুক্রবার (১৯/০৭/১৯) |
|
উপজেলা পরিষদ সভাকক্ষ, মোল্লাহাট, বাগেরহাট। |
গাওলা |
মোঃ ইসলাম ০১৭৪৯৮৮০৯৪৫ |
৪র্থ দিন শনিবার (২০/০৭/১৯) |
|
মোল্লাহাট, বাগেরহাট। |
কোদালিয়া |
মোঃ নাইম ০১৯১৪২৯৯৭৮০ |
৫ম দিন রবিবার (২১/০৭/১৯) |
|
নাশুখালী সোসাল ওয়েলফেয়ার হাইস্কুল, মোল্লাহাট, বাগেরহাট। |
গাংনী |
মোঃ সাইফুল ইসলাম ০১৭১১৮৭৬৪৯২ |
৬ষ্ঠ দিন সোমবার (২২/০৭/১৯) |
|
গাংনী বাজার, মোল্লাহাট, বাগেরহাট। |
কুলিয়া |
শেখ আব্দুল হোসেন ০১৭৭০০০২৪৪৩ |
৭ম দিন মঙ্গলবার (২৩/০৭/১৯) |
|
উপজেলা পরিষদ সভাকক্ষ, মোল্লাহাট, বাগেরহাট। |
আটজুড়ি |
মোঃ আবু মুসা ০১৭৩৯২৭৩৮৯০ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস