ইদানিং মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে অনেক আগ্রহী চাষী উন্নত প্রযুুক্তি ব্যবহার করে দ্রুত বর্ধনশীল মাছ চাষ করছেন। অনেকেই থাই কৈ, ভিয়েতনামী কৈ, পাবদা, গুলশা, শিং, মাগুর চাষ করছেন। মৎস্য অধিদপ্তর এ সকল চাষীকে বিনামূল্যে প্রযুক্তিগত সেবা প্রদান করতে আগ্রহী।আধুনিক পদ্ধতিতে যে সকল মাছ মাঠ পর্যায়ে সম্প্রসারিত হচ্ছে তার শতক প্রতি মজুদ ঘনত্ব অধিক বিধায় নিয়মিত পরিচর্যার প্রয়োজন। আগ্রহী মৎস্যচাষীগন যদি এ জাতীয় মাছ চাষ শুরু করার পূর্বে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, মোল্লাহটা, বাগেরহাট থেকে পরামর্শ সেবা গ্রহন করেন তবে তিনি এ জাতীয় মাছ চাষ সর্ম্পকে জানতে পারবেন। ফলে মাছ চাষকালীন সময়ে অযথা বিড়ম্বনা বা রোগ ব্যধির আক্রমন থেকে মাছকে সহজেই রক্ষা করতে পারবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস