প্রলয়ংকারী ঘুর্ণিঝড় আম্ফান আগামী ২০ মে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত ঘানতে পারে। এজন্য ঘেরে গলদা অথবা বাগদা চিংড়ির রেণু নার্সিং পরিচালনাকারী সকল চিংড়ি চাষীদের জানানো যাচ্ছে যে, ঘুর্নিঝড় মোকাবেলা করার জন্য আপনার নার্সিং এর চারিপাশে মজবুত করে নেট দিয়ে ঘিরে রাখুন অথবা নেটের হ্যাপাটি শক্ত করে বাশ দিয়ে বেধে রাখুন। আপনার ঘেরের পাড় কোথাও ভাঙ্গা থাকলে মেরামত করুন। আপনার ঘেরের কোন ক্ষয়ক্ষতি হলে মাঠপর্যায়ে কর্মরত লীফকে অবহিত করুন। যে কোন জরুরী প্রয়োজনে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যাালয়, মোল্লাহাট, বাগেরহাট-এ যোগাযোগ করুন। মোবাইল নং-০১৭৯১৬৫০৭৫৩।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস