Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অতি বৃষ্টিতে মাছ ও চিংড়ি ঘেরে করণীয়
বিস্তারিত

সম্প্রতি অতি বৃষ্টির কারণে মোল্লাহাট উপজেলার নিম্নাঞ্চলের অনেক মাছ ও চিংড়ি খামারে পানি বৃদ্ধি পাওয়ায় মাছ ও  চিংড়ি ভেসে যেতে পারে। এজন্য আপনি আপনার ভেড়ীবাধ মেরামত করুন প্রয়োজনে মাছ ও চিংড়ি খাামরের চারিপাশে শক্তভাবে নেট দিয়ে ঘিরে দিন।  অবাধ পানি প্রবাহের জন্য পানি  নিস্কাশনের পথ উন্মুক্ত করুন। বৃষ্টি শেষে মাছ ও চিংড়ি খামারে  চুন প্রয়োগ করুন এবং ১ দিন পরে রৌদ্রজ্জ্বল দিনে রাসায়নিক সার প্রয়োগ করুন ( রাসায়নিক সার প্রয়োগের পরে কমপক্ষে  ৪-৫ ঘন্টা রৌদ্র থাকতে হবে)।

 

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
22/08/2020
আর্কাইভ তারিখ
31/12/2020